নিজস্ব প্রতিনিধিঃ
ইয়েস বাংলাদেশ রাঙামাটি জেলার আয়োজনে যুব প্লাটফর্মের নেটওয়ার্কিং মিটিং অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সভায় জেলার ১৩টি সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় ইয়েস বিডির জেলা ভলান্টিয়ার ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সঞ্চিতা চৌধুরীর সঞ্চালনায় এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের সভাপতি সুফিয়া কামাল ঝিমি, রোটারেক্ট ক্লাবের সভাপতি ইমন হোসেন, জীবনের সাজিদ বিন জাহিদ মিকি, সুজন রাঙামাটি সদরের জামাল হোসেন, ইয়ুথের নাছির উদ্দিন অর্ণব, সিয়াম হোসেন ও মেহেবুব হোসেন, বিডি ক্লিন এর সাইমুন ইসলাম, আলোর ফুল এর আকাশ ও বাহাদুর, হিল সার্ভিসের জাবেদ সিদ্দিকী, আমানতবাগ স্পোর্টিং ক্লাবের আশরাফুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এতে আমার জেলা, আমার সমস্যা শীর্ষক গ্রুপ ওয়ার্কের মাধ্যমে রাঙামাটির বিভিন্ন সমস্যা লিপিবদ্ধ ও উপস্থাপন করেন। পরে সমস্যা সমূহ সমাধানে কর্মপরিকল্পনা তৈরি করেন সংগঠনের প্রতিনিধিরা।