ক্যাম্পাস প্রতিনিধিঃ
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) জাতীয়তাবাদী ছাত্রদলের বিভিন্ন অনুষদ ও হলভিত্তিক নতুন আংশিক কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) রাবিপ্রবি জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন অর্ণব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামস্ শাহরিয়ার ও সদস্য সচিব জিশান আহম্মেদ সাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, ২৫জন শিক্ষার্থী নিয়ে এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ব্যবসায় প্রশাসন অনুষদ, সায়েন্স ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ, এগ্রিকালচার ও বায়োলজিক্যাল সায়েন্স অনুষদ, ছাত্র হল কমিটি এবং রাবিপ্রবি ছাত্রদলের বর্তমান আহ্বায়ক কমিটির দপ্তরের কার্যক্রম পরিচালনার জন্য এ দায়িত্ব বণ্টন করা হয়েছে।
জাতীয়তাবাদি ছাত্রদলের ব্যবসায় প্রশাসন অনুষদের নয়জন কে নিয়ে আংশিক কমিটি গঠন করে দায়িত্ব বন্টন করা হয়। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোঃ সাজ্জাদ হোসেন তুষার, সাধারণ সম্পাদক আসিফুল ইসলাম, এবং সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান হৃদয় ও অন্যান্যরা।
সায়েন্স ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ৭জন কে নিয়ে এ আংশিক কমিটির দায়িত্ব বণ্টন করেন, এতে নতুন দায়িত্ব পালন করবেন সভাপতি মোঃ মোস্তাক মুজাহিদ মঈন, সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক তাসফিক সিকদার কৌশিক ও অন্যান্যরা
এগ্রিকালচার ও বায়োলজিক্যাল সায়েন্স অনুষদের
৬ জনকে নিয়ে এ আংশিক কমিটির দায়িত্ব বণ্টন করা হয়। এতে নতুন দায়িত্ব পালন করবেন সভাপতি মোহাম্মদ ইয়াসির আরাফাত, সাধারণ সম্পাদক এ কে এম জিহাদ জান্নাত হক, এবং সাংগঠনিক সম্পাদক আরিফ শাহরিয়ার নিশাত ও অন্যান্যরা
রাবিপ্রবি ছাত্র হলের ৩ জনকে নিয়ে এ আংশিক কমিটির দায়িত্ব বণ্টন করা হয়। এতে নতুন দায়িত্ব পালন করবেন সভাপতি মোহাম্মদ সাঈদ, সাধারণ সম্পাদক লাবিব সরকার, এবং সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান ও অন্যান্যরা।
এছাড়া রাবিপ্রবি ছাত্রদলের বর্তমান আহ্বায়ক কমিটির কার্যক্রম কে আরও গতিশীল করতে দপ্তরের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে শরিফ উদ্দিনকে।
রাবিপ্রবি জাতীয়তাবাদি ছাত্রদদের আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিব সাক্ষরিত এই কমিটি অনুমোদনের পরে আগামী ৩০দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়।
এবিষয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দিন অর্ণব বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) শাখার হল ও অনুষদ কমিটি গঠনের মাধ্যমে আমরা একটি ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছি। এ কমিটি গঠন আমাদের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করবে এবং গণতান্ত্রিক চেতনা ও জাতীয়তাবাদী আদর্শে উদ্বুদ্ধ শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে সহায়ক ভূমিকা রাখবে। আমি এই নবগঠিত হল ও অনুষদ কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি, তারা সকলেই সংগঠনের নীতিমালা অনুসরণ করে সৎ, আদর্শিক ও বলিষ্ঠ নেতৃত্ব প্রদান করবে এবং ছাত্রদের ন্যায্য অধিকার আদায়ে সর্বদা সোচ্চার থাকবে।
অর্ণব আরো বলেন, আমরা বিশ্বাস করি রাবিপ্রবির প্রতিটি ছাত্র আমাদের শক্তি। ছাত্রদল কোনো ব্যক্তি নয়, এটি একটি চেতনার নাম। একটি আদর্শের নাম। সেই আদর্শকে ধারণ করে আমরা ভবিষ্যতের নেতৃত্ব তৈরি করতে চাই, যারা শুধু ক্যাম্পাসেই নয়, জাতীয় পর্যায়েও নেতৃত্ব দিতে সক্ষম হবে।
নতুন এই কমিটির সদস্যদের সততা, সাহস ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করে দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা এবং রাবিপ্রবির ছাত্রসমাজের কল্যাণে কাজ করে যাবেন বলেও আশা ব্যক্ত করেন রাবিপ্রবি ছাত্রদলের এই নেতা।