তসলিম উদ্দীনঃ
কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে বরকল উপজেলা বিএনপির উদ্যোগে বরকলে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩শে আগষ্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল দশটায় উপজেলা বি এনপির সভাপতি আবু বক্কর ছিদ্দিক এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম মেম্বারের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
এসময় বিএনপির জেলা যুগ্ম সম্পাদক ও বরকল উপজেলা সমন্বয়ক মজিবুল হক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেব জ্যোতি চাকমা ও দিদারুল আলম, মুক্তি যোদ্ধা বিষয়ক সম্পাদক শাহ আলম সওদাগর, দপ্তর সম্পাদক আবু নাসের, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহবুবর রহমান ও জেলা সদস্য সুবিমল চাকমা চেয়ারম্যান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
শুভেচ্ছা বক্তব্যে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বরকল উপজেলা বিএনপির সাংগঠনিক অবস্থা তুলে ধরেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডঃ মামুন বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচন কে সামনে রেখে ঘরে বাইরে নানামুখী ষড়যন্ত্র করছে পতিত সরকারের দোসররা।দেশ গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১দফা কর্মসূচি বাস্তবায়নের কোন বিকল্প নেই। আগামী নির্বাচনে বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হলে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। সে লক্ষ্যে তৃণমূল পর্যায়ের নেতৃত্বকে এক হয়ে কাজ করার উদার্ত আহবান জানান এবং ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সংগঠনের কার্যক্রমে গতিশীলতা আনার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন। যে সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি কার্যকরভাবে কাজ করবেনা আগামী বিশ দিনের মধ্যে তাদেরকে জবাব দিতে বলা হয়েছে।