নিজস্ব প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন রাঙামাটি পৌর শাখার কমিটি গঠনের লক্ষ্যে সদস্য সংগ্রহ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ আগষ্ট) সন্ধ্যায় শহরের বনরুপায় এক রেস্টুরেন্টে সভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলনের রাঙামাটি জেলা আহ্বায়ক মো. কামাল উদ্দিন।
সংগঠনটির জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর উপ কমিটি প্রধান মো. নুরুল আবসার এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলনের কেন্দ্রীয় উপদেষ্টা মো. জাহাঙ্গীর কামাল ও রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. জাহিদ মোস্তফা।
জেলা আহ্বায়ক কমিটির সদস্য শাহিউল হকের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. নবি হোসেন।
এসময় জাতীয়তাবাদী শ্রমিক দলের ৭ নং ওয়ার্ড সভাপতি মো. রাসেল ইসলাম, রাঙামাটি জেলা তাঁতি দলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মো. শাহিন আলম, সম অধিকার আন্দোলনের রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম, মো. ছগির, মো. বাদশা এবং সম অধিকার যুব আন্দোলনের আহ্বায়ক মো. আসাদুজ্জামান খান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিভিন্ন দেশি বিদেশী ষড়যন্ত্র শুরু হয়েছিল। ঠিক তখনই এই এলাকার বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী, উপজাতি ও বাঙালিদের জীবন মান উন্নয়নে সার্বিক পরিস্থিতি বিবেচনায় শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ব্যবস্থা গ্রহণ করেছেন। পার্বত্য চট্টগ্রামের ৩দিকেই শত্রুতা সুলভ আচরণ করে এমন দেশের সীমানা রয়েছে। তার এই সিদ্ধান্তের ফলে আজও বাংলাদেশের সীমানায় দাঁড়িয়ে আমরা কথা বলতে পারছি।
পাহাড়ে বসবাসরত একটা গোষ্ঠী সকল প্রকার সুবিধার ৭০শতাংশ ভোগ করছে। আর অন্য সকল জাতি গোষ্ঠী মিলে বাকি ৩০শতাংশ ভোগ করে। এই বিশাল বৈষম্য নিয়ে আমরা বসবাস করছি৷ শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক অধিকার রক্ষায় আজ আমাদের এই আন্দোলনের বিকল্প নেই বলেও উল্লেখ করেন বক্তারা।
অনুষ্ঠান শেষে পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলনের সদস্য ফরম বিতরণ ও সদস্য সংগ্রহ করেন সংগঠনটির নেতারা।