রাঙামাটি প্রতিনিধিঃ
টানা বর্ষণে কাপ্তাই রোদে পানি বেড়ে যাওয়ায় পানিবন্দী হয়ে অসহায় জীবন-যাপন করছে হাজারো মানুষ। রাঙামাটি পৌর জামায়াতে ইসলামী এসব অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। পানিবন্দি অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করেছে সংগঠনটি।
শুক্রবার (২২ আগস্ট) সকালে রাঙামাটি পৌর জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে ত্রাণ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
রাঙামাটি পৌর জামায়াতের আমীর মাইনুদ্দিন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম।
পৌর জামায়াতের সেক্রেটারী হাফেজ আবুল বাসারের সঞ্চালনায় এতে রাঙামাটি ২৯৯ নং আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদ,
জেলা জামায়াতের নায়েবি আমীর জাহাঙ্গীর আলম, জেলা জামায়াতের সেক্রেটারী মনছুরুল হক ও পৌরসভার সূরা ও কর্মপরিষদ সদস্য জে আজম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আব্দুল আলীম বলেন, জামায়াত জনগণের দুঃসময়ে সর্বদা তাদের পাশে থেকে সহযোগিতা অব্যাহত রাখবে।