নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটিতে মোনঘর ইনস্টিটিউট অব টেকনোলজিতে জাপানি ভাষা কোর্সের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৯ আগষ্ট) সকালে মোনঘরের সভাপতি ভেনা: শ্রদ্ধালংকার মহাথেরর সভাপতিত্বে অনুষ্ঠিত জাপানী ভাষা কোর্স উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
এতে বিশেষ অতিথি ছিলেন, ড. শিশির স্বপন চাকমা, রাঙ্গাপানি গ্রামের কার্বারী শামল মিত্র চাকমা ও মোনঘরের নির্বাহী পরিচালক অশোক কুমার চাকমা।
এসময় মোনঘর ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যক্ষ চিত্ত রঞ্জন চাকমা স্বাগত বক্তব্যে বলেন, মোনঘর ইনস্টিটিউট অব টেকনোলজিতে ৪০ জন শিক্ষার্থী নিয়ে জাপানী ভাষা কোর্সের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। তিনি সকল শিক্ষার্থীকে গুরুত্ব দিয়ে জাপানী ভাষা শেখার আহবান জানান। পড়ালেখার পাশাপাশি তিনি শিক্ষার্থীদের উদ্যোক্তা হওয়ারও পরামর্শ দেন।
স্বাগত বক্তব্যের পর অধ্যাপক শিমোসাওয়া তাকাশি অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি বলেন, দীর্ঘ দু’দশকেরও বেশি সময় ধরে মোনঘরের কাজের সাথে তার পরিচয় আছে।
তিনি আরো বলেন, জাপানী ভাষা শেখানোর জন্য তিনি তাঁর ছাত্রদের মধ্য থেকে কয়েকজনকে স্বেচ্ছাসেবক জাপানী ভাষা শিক্ষক হিসেবে কাজ করার জন্য পাঠিয়েছিলেন। জাপানী ভাষা কোর্স চালুর মধ্য দিয়ে মোনঘর ও জাপানের মধ্যে যোগাযোগ আরো সুদৃঢ় হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
বক্তব্যে ড. শিশির স্বপন চাকমা বলেন, মোনঘর ইনস্টিটিউট অব টেকনোলজির এই জাপানি ভাষা কোর্সটি অত্যন্ত সময়োপযোগী এবং গুরুত্ববহ। এসময় তিনি বলেন, জাপানে প্রচুর শ্রমের চাহিদা রয়েছে। মূলত দু’টো কর্মসূচির আওতায় বাংলাদেশ থেকে জাপানে চাকরি করতে যেতে পারে। যেমন, টেকনিক্যাল ইন্টার্ন ট্রেনিং প্রোগ্রাম (টিআইটিপি) ও স্পিসিফিক স্কিল্ড ওয়ার্কার (এসএসডব্লিউ)। কিন্তু জাপানে চাকরি করতে যেতে হলে জাপানী ভাষা জানতে হবে। জাপানী ভাষা শেখার পাশাপাশি জাপানীদের সংস্কৃতি ও আচার ব্যবহার সম্পর্কে জানা আবশ্যক।
প্রধান অতিথির বক্তব্যে কৃষিবিদ কাজল তালুকদার বলেন, মোনঘর ইনস্টিটিউট অব টেকনোলজিতে জাপানি ভাষা প্রশিক্ষণ চালুর মাধ্যমে আমরা বড় পরিসরে স্বপ্ন দেখতে পারি। অনেক জাপানী বন্ধুও আছেন। জাপানী ভাষা শেখার সুযোগ কাজে লাগাতে হবে বলে শিক্ষার্থীদের আহবান জানান।
আয়োজিত অনুষ্ঠানে মোনঘর কার্যনির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ভেনা. বুদ্ধদত্ত মহাথেরো, বাবু মৃদুল কান্তি চাকমা, বিএম ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক আনন্দ জ্যোতি চাকমা, মোনঘর রেসিডেন্সিয়াল স্কুল এ্যান্ড কলেজের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খোকন বিকাশ বড়ুয়া, উপাধ্যক্ষ অরুপণ বিকাশ বড়ুয়া, রাঙাপানি গ্রামের কার্বারী বাবু শ্যামল মিত্র চাকমা ও জাপানী ভাষা শিক্ষক অমৃতা চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।