মো. মহিউদ্দিনঃ
রাঙামাটির বাঘাইছড়িতে জাতীয়তাবাদী উপজেলা ও পৌর তাঁতিদলের আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সন্ধায় উপজেলা ও পৌর তাঁতি দলের উদ্যোগে আনন্দ মিছিল’টি উপজেলা সদর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনীস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। পরে আলোচনা সভায় যোগ দেন দলের নেতাকর্মীরা।
এসময় পৌর তাঁতিদলের সাধারণ সম্পাদক মোঃ সবুজ এর সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন, উপজেলা তাঁতিদলের সভাপতি রণেল চাকমা।
অনুষ্ঠানে পৌর তাঁতিদলের সভাপতি খিজির আহাম্মদ, উপজেলা সাধারণ সম্পাদক আলি আকবর, উপজেলা সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সবুজ ও পৌর সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তৃতারা বলেন, বাঘাইছড়ি উপজেলা ও পৌর তাঁতিদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই। সেই আনন্দে আজকের এই আনন্দ মিছিল।
বক্তৃতারা আরো বলেন, সামনের জাতীয় নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাঘাইছড়ি উপজেলা হতে ধানের শীষে সর্বোচ্চ ভোট সংগ্রহ করে ২৯৯নং আসনটি বিএনপি কে উপহার দিবেন বলেও জানান বক্তারা।