নিজস্ব প্রতিনিধিঃ
শ্রী কৃষ্ণের জন্মতিথি উপলক্ষে রাঙামাটিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগষ্ট) শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের উদ্যোগে রাঙামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
এতে ধর্মীয় আলোচক হিসেবে ধর্মীয় বানী প্রদান করেন , রাজস্থলীর বাঙ্গালহালিয়া শ্রী শ্রী সনাতন ঋষি আশ্রমের আশ্রম আধিপতি শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ।
শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ রাঙামাটি শাখা ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস দয়াল দাশের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি সদর জোনের উপ-অধিনায়ক মোঃ তারেকুল ইমরান (পিএসসি), বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাঙামাটি জেলার সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙামাটি আমীর অধ্যাপক আব্দুল আলীম ও সেক্রেটারি মো. মনছুরুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ রাঙামাটি শাখা ও ভারপাপ্ত সভাপতি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটির সাধারণ সম্পাদক স্বপন কান্তি মহাজন।
এসময় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য হাবীব আজম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙামাটির সভাপতি অরূপ মুৎসুদ্দি, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাঙামাটি আহবায়ক নন্দিতা দাশ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা সাধারণ সম্পাদক সুব্রত দে, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাঙামাটি সদস্য সচীব সান্টু চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা রাঙামাটি শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। মঙ্গল শোভাযাত্রায় রাঙামাটির বিভিন্ন এলাকার সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় গুরু সহ সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করেন।