তসলিম উদ্দীনঃ
বরকলের ছোট হরিনা বাজার ঘাট এলাকায় পাচারকালে অবৈধ বৈদ্যুতিক সরঞ্জাম আটক করেছে ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি)।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) ছোটহরিণা ব্যাটালিয়ন টহলদল টহল পরিচালনাকালে ছোটহরিণা বাজার ঘাট নামক স্থানে চেকপোষ্ট এর সামনে কার্টুন বোঝাইকৃত ০১টি নৌকা দেখতে পায়। বিজিবি’র টহলদল নৌকাটি তল্লাশি করার সময় মাঝি নৌকাটি রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে নৌকাটি তল্লাশি করে অবৈধ সোলার প্যানেল- ৩৫ টি, ব্যাটারি- ১৭ টি এবং বৈদ্যুৎতিক লাইট- ৯০ টি ও ৬০টি ফ্যান আটক করতে সক্ষম হয়।
আটককৃত অবৈধ বৈদ্যুতিক মালামাল ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হয়েছিল বলে জানিয়েছে বিজিবি। অবৈধ এসব বৈদ্যুতিক সরঞ্জামের বাজার মূল্য ৩লক্ষ ৮০ হাজার টাকা।