নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে রাঙামাটি সদর উপজেলার সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটি।
সোমবার সকালে রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা এর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন, রাঙামাটি সদর উপজেলার সুশাসনের জন্য নাগরিক (সুজন) কমিটির সদস্যরা।
এসময় রাঙামাটি জেলা কমিটির সম্পাদক জিসান বখতিয়ার, সদর উপজেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি মিলন চাকমা, সহ সভাপতি মাহমুদুল হক, সদর উপজেলা সম্পাদক এ্যাডভোকেট জামাল হোসেন, সহ সম্পাদক সিম্পল চাকমা, সদস্য আলী আশরাফ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সৌজন্যে সাক্ষাৎকালে সুজন কমিটির সদস্যরা রাঙামাটি সদর উপজেলাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার কে বিভিন্ন দাবি সম্বলিত স্বারকলিপি প্রদান করে।
স্বারকলীপিতে কাপ্তাই হ্রদে দখল-দূষণরোধে কার্যকরী পদক্ষেপ, হ্রদ তীরবর্তী অবৈধ স্থাপনায় কোন প্রকল্প গ্রহন ও বাস্তবায়ন না করা, পাহাড় কাটা ও ভূমিধস রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও পরিবেশবান্ধব পরিকল্পিত টেকসই উন্নয়ন, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি ক্লিনিক স্থাপনের উন্নয়ন করা ও কাঁচা রাস্তা পাকা করা এবং ক্ষতিগ্রস্ত রাস্তাগুলোর সংস্কার, সেতু ও কালভার্ট নির্মাণ ও মেরামত সহ প্রয়োজনীয় কাজের পদক্ষেপ গ্রহণ বিষয়ে উল্লেখ করা হয়।