নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ২৯৯ আসনের সাবেক সংসদ সদস্য প্রার্থী মৈত্রী চাকমা।
রাঙামাটি জেলা বিএনপি সভাপতি দীপেন তালুকদার দীপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. মামুনুর রশীদ মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র সহ-সভাপতি সহ-সভাপতি ও সাবকে মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টু, সহ-সভাপতি এড. সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপি’র সভাপতি শফিউল আজম, সদর উপজেলা বিএনপি সাধারন সম্পাদক রনেল দেওয়ান, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নূর নবী, সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোঃ সায়েম, জেলা ছাত্রদল ভারপ্রাপ্ত সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, জেলা জাসাস সভাপতি মোঃ কামাল হোসেন ও জাতীয়তাবাদী ওলামা দল সভাপতি মাওলানা আবুল কাশেম প্রমূখ।