মেহেদী হাসানঃ
৩৬শে জুলাইয়ের শহিদদের স্মরণে রাঙামাটিতে জামায়াতের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।
বুধবার (১৬ জুলাই) সন্ধায় শহরের ইসলামিক সেন্টারে আয়োজিত আলোচনা সভা ও দোয়ায় প্রধান অতিথি ছিলেন, জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলীম।
পৌর সেক্রেটারি হাফেজ আবুল বাশার এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পৌর জামায়াতের আমীর মাইনুদ্দিন।
এসময় জেলা-কর্ম পরিষদের সদস্য নুরুল করিম ও পৌর কমিটির এসিস্ট্যান্ট সেক্রেটারি এডভোকেট মোঃ রহমত উল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, গত জুলাই মাসে আবু সাঈদ যদি সাহসিকতার সাথে বুক পেতে না দিতো তাহলে হয়তো আজ আমরা স্বাধীন হতে পারতাম না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।
অনুষ্ঠান শেষে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, ফিসারি জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল জলিল।