নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির পাকুয়াখালীতে ৩৫কাঠুরিয়া হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা।
সোমবার সকালে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ পৃথক দলে বিভক্ত হয়ে বিক্ষোভ মিছিল বের করে। পরে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে শাপলা চত্বর মুক্ত মঞ্চে একত্রিত হয়ে প্রতিবাদ সমাবেশে যোগ দেয় সংগঠনটির নেতাকর্মীরা।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আলমগীর কবির।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ এসএম মাসুদ রানা, সহ-সভাপতি জাহিদ হাসান, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ির সভাপতি সুমন আহমেদ, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ খাগড়াছড়ির সাধারণ সম্পাদক মো. ইব্রাহীম খলিল প্রমূখ।
সমাবেশে আলমগীর কবির বলেন, পাহাড়ে আমরা কোনো প্রকার বৈষম্য নিয়ে থাকতে চাই না। আজকে যারা আমাদের অবাঙ্গালী বলে পাহাড়ে বৈষম্য সৃষ্টি করার পায়তারা করছে আমরা তা কখনো মেনে নিবো না। পাহাড়ে এখনো আমরা অনিরাপদ। আপনারা জানেন রাঙামাটির পাকুয়াখালীতে ৩৫জন কাঠুরিয়া কে ডেকে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। যার বিচার আজও হয়নি। পাহাড় থেকে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সেনা ক্যাম্প পূনরায় স্থাপন করা এখন সময়ের দাবি।
পাহাড় থেকে ইউপিডিএফ, জেএসএস ও কেএনএফ এর সশস্ত্র কর্মকান্ড, খুন, গুম ও চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের ও দাবি জানান বক্তারা।