নিজস্ব প্রতিনিধিঃ
১৯৯৬ সালের ভয়াবহ ৩৫ কাঠুরিয়া গণহত্যার বিচার এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পূর্ণবাসনের দাবিতে মানববন্ধন করেছে ‘৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদ’।
বৃহস্পতিবার ( ৪ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি শহরের বিএম মার্কেট এর সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
৩৫ কাঠুরিয়া স্মৃতি সংসদের আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন এর সভাপতিত্বে ও মো. গিয়াস উদ্দিনের সঞ্চালনায় এসময় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙ্গামাটি পার্বত্য জেলার সাধারণ সম্পাদক ডা. মুহাম্মদ ইব্রাহিম, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ সহ-সভাপতি কাজী মোহাম্মদ জালুয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ মো জাহাঙ্গীর আলম ও ভিকটিম পরিবারের সদস্য হাফেজ মোহাম্মদ বখতিয়ার উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৬ সালে সংঘটিত এ হত্যাযজ্ঞের ২৮ বছর পেরিয়ে গেলেও আজও এর কোনো সুষ্ঠু বিচার হয়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত করেও শাস্তির আওতায় আনা হয়নি, যা বিচার বিভাগের জন্য একটি কালো অধ্যায়। তারা বলেন, হত্যাকাণ্ডে নিহত কাঠুরিয়াদের পরিবারগুলো আজও মানবেতর জীবন যাপন করছে।
বক্তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, সন্তানদের শিক্ষার সুযোগ এবং একটি স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি জানান।
মানববন্ধনে নিহতদের স্বজন, বিভিন্ন সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষ অংশ নেয়।