নিজস্ব প্রতিনিধিঃ
২৫মার্চ গণহত্যা দিবস, ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাঙামাটির নানিয়ারচরের প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে নিজ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান।
এসময় নানিয়ারচর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম, জোন প্রতিনিধি সার্জেন্ট মুরাদ হাসান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হাওলাদার, জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জুলফিকার আলী, ১নং সাবেক্ষ্যং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা, ২নং নানিয়ারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পি চাকমা, ৩নং বুড়িঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রমোদ খীসা ও ৪নং ঘিলাছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অমল কান্তি চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় ১৯৭১ সালের ২৫শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর নির্মম গণহত্যা ও ২৬শে মার্চ মহান স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠান কর্মসূচির বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
পরে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে দুস্থ্য এবং অসহায় পরিবারের মাঝে ১০কেজি হারে চাল বিতরণ বিষয়েও আলোচনা করা হয়৷