মেহেদী ইমামঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্র ঘোষিত জনসভা সফল করতে প্রস্তুতিমূলক সভা করেছে দলটির রাঙামাটি জেলা শাখা।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় জেলা বিএনপির দলীয় কার্যালয়ে সভাপতি দীপন তালুকদার দীপু‘র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়।
এসময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান, জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম ভূট্টো, জহির আহমদ সওদাগর, আব্দুল মান্নান ও মো. তোফাজ্জল হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম, সাধারণ সম্পাদক মাহবুবুল বাসেত অপু, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হক এবং সাধারণ সম্পাদক রনেল দেওয়ানসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিবাদ সরকারের আমলে নেতাকর্মীদের ইচ্ছা থাকলেও অনেকে দলীয় অনুষ্ঠানে অংশগ্রহন করতে পারেনি। ২৪তারিখে বিএনপির জনসভায় নেতা কর্মীদের গণজোয়ার থাকবে। তাই এই অনুষ্ঠানে যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে। এদিন দেশবাসীকে জানান দিতে হবে বিএনপি একটি সুশৃঙ্খল দল। মনে রাখতে হবে ফ্যাসিজম এখনও শেষ হয়ে যায়নি। সুতরাং সবাইকে সচেতন থাকতে হবে। অন্তবর্তীকালীন সরকার নির্বাচন ঘোষণার আগ পর্যন্ত দেশে যেন কোন প্রকার বিশৃঙ্খলা তৈরী না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে সবাইকে।
উল্লেখ্য, অন্তবর্তীকালীন সরকারের পক্ষ্য থেকে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও দ্রব্যমূল্য সহনীয় রাখাসহ নানা দাবিতে সারাদেশে জন সমাবেশের ডাক দিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। তারই অংশ হিসেবে আগামী ২৪শে ফেব্রুয়ারী (সোমবার) জনসমাবেশের ডাক দেয় রাঙামাটি জেলা বিএনপি। এদিন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাবিব উন নবী খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও জানা গেছে।