আলমগীর হোসেনঃ
“২৪এর গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা করবে সরকার” রাংগামাটির লংগদু উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে লংগদু উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের মতবিনিময় সভা ও ছাত্র জনতার গনঅভ্যুত্থানে আহতদের জেলা প্রশাসনের পক্ষ হতে আর্থিক অনুদান প্রদানকালে এসব কথা বলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ ।
শনিবার (৮ ফেব্রুয়ারী ) দুপুর ১টায় উপজেলার পাবলিক লাইব্রেরি হল রুমে উপজেলা নির্বাহী অফিসার কফিল উদ্দিন মাহমুদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, রাংগামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ সচিব মোঃ মহিদুল হক পাটোয়ারী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমিন ও রাঙামাটি জেলা পরিষদ সদস্য মিনহাজ মুরশিদ।
বক্তব্যে প্রধান অতিথি বলেন, লংগদু উপজেলা বাসীর বহুদিনের প্রতিক্ষীত নানিয়ারচর সড়ক এবং এটি বাস্তবায়ন করার লক্ষে সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবো। কৃষি প্রধান জেলা হিসেবে লেকের পানি কমে যাওয়ার বিষয়টিও খুব শিগগিরই দেখা হবে।
জেলা প্রশাসক সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, আমাদের লক্ষ্য জনগণের সেবা দেয়া। হয়রানি বন্ধ করে বৈষম্য দূর করতে হবে। প্রশাসনের কাজ হবে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা নাছির উদ্দীন, লংগদু প্রেসক্লাবের উপদেষ্টা এখলাস মিয়া খান, কালাপাকুজ্জা ইউপি চেয়ারম্যান আবদুল বারেক দেওয়ান, লংগদু সদর ইউনিয়নের চেয়ারম্যান বিক্রম চাকমা বলি, বীর মুক্তিযোদ্ধা মীর শাহনেওয়াজ চৌধুরী, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, গনঅভ্যুত্থানে আহত চোখ হারানো আমান উল্লাহ ও আহত কামরুল ইসলাম প্রমুখ।
এর আগে গনঅভ্যুত্থানে আহত লংগদু উপজেলার সকলকে নগদ অর্থ প্রদান করেন জেলা প্রশাসক।