॥ নিজস্ব প্রতিবেদক ॥
২০০৪ সালের ২১শে আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি জেলা আওয়ামী লীগ।
সোমবার বিকাল ৪টায় আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ পৌরসভার সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা সিএনজি স্টেশনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন, খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি দীপংকর তালুকদার এমপি। জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বরের সঞ্চালনায় বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মনছুর আলী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি দীপক বিকাশ চাকমা, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগের সভাপতি অংসুই সাইন চৌধুরী, নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার।
এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চিং কিউ রোয়াজা, কামাল উদ্দিন, রফিকুল মাওলা, বৃষকেতু চাকমা, হাবিবুর রহমান হাবিব, সাবেক সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ফিরোজা বেগম চিনু, জেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাওয়াল উদ্দিন, অর্থ সম্পাদক সলিম উল্লাহ সেলিমসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ২১ আগস্টের হামলায় জড়িত ছিল বিএনপি-জামায়াত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড। তাই আদালতের রায়ে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানসহ পালাতকদের অচিরেই দেশে এনে বিচারের রায় কার্যকর করার দাবি জানান বক্তারা। এছাড়াও ২১ শে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে জেলার বিভিন্ন উপজেলাতেও আওয়ামী লীগের উদ্যোগে কর্মসূচী পালিত হয়।