নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় কর্মরত প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেডে গেজেটেড কর্মকর্তা হিসেবে বরণ ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে নানিয়ারচর উপজেলা সদর ইউনিয়নের নানিয়ারচর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় সভাকক্ষে এই সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কৃষ্ণলাল দেবনাথ।
নানিয়ারচর উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর সরওয়ার কামাল এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার তাপসী চাকমা, নানিয়ারচর উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি প্রপন চাকমা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান।
দ্যা চেঙ্গী চাইল্ড হোম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন আলো বড়ুয়ার সঞ্চালনায় এসময় ৩৭জন প্রধান শিক্ষক কে ফুল দিয়ে বরণ করে নেন উপজেলার সকল বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ।
প্রধান অতিথির বক্তব্যে কৃষ্ণলাল দেবনাথ বলেন, দীর্ঘ প্রতীক্ষার পরে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের গ্রাজুয়েট কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। আপনারা পূর্বের মত শুধু প্রধান শিক্ষক নয়। আপনারা এখন গেজেটেড কর্মকর্তা। প্রাথমিক শিক্ষা বিস্তারে আপনাদের আরো কঠোর ভূমিকা পালন করতে হবে।
বক্তব্যে বক্তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে গেজেটেড কর্মকর্তা হিসেবে অন্তর্ভুক্তি করায় প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট দপ্তরের সকল কে ধন্যবাদ জ্ঞাপন করেন৷
অনুষ্ঠানে নানিয়ারচর উপজেলার প্রধান শিক্ষক সমিতির সভাপতি মুকুল বিকাশ চাকমা, সাধারণ সম্পাদক প্রাজিব বড়ুয়া, খুল্যাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজ বিহারী চাকমা ও বগাছড়ি পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম বক্তব্য রাখেন। পরে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা উপহার সামগ্রী তুলে দেন শিক্ষকরা।

