নিজস্ব প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারের নৌকা প্রতীকের সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রোববার রাতে পৌরসভার ৯নং ওয়ার্ডের হাসপাতাল এলাকায় আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হবিবুর রহমান হাবিব।
সরকারি কলেজ কেন্দ্র পরিচালনা কমিটির চেয়ারম্যান বাবু চক্রবর্তীর সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাইদুল, সরকারি কলেজ কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য সচিব মানস মুৎসুদ্দী, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জাব্বার সুজন, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাশীষ পালিত রাজাসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা পার্বত্য চট্টগ্রামের শান্তি চুক্তির পূর্ণ বাস্তবায়ন, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, স্মার্ট রাঙামাটি বিনির্মাণ ও বিশ্বমানের পরিবেশ বান্ধব পর্যটন, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান ত্বরান্বিত এবং অবকাঠামো সহ আর্থ সামাজিক উন্নয়ন অব্যাহত রাখতে সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।