মাহাদী বিন সুলতানঃ
রাঙামাটি জেনারেল হাসপাতালে রোগীদের খোঁজ খবর নিতে হাসপাতাল পরিদর্শন করেছেন রাঙামাটির ২৯৯নং সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে রোগীদের অসুস্থ রোগীদের খবর নিতে রাঙামাটি জেনারেল হাসপাতালে পরিদর্শন করেন তিনি।
হাসপাতাল পরিদর্শনকালে তিনি চিকিৎসকদের সাথে কথা বলেন এবং রোগীদের খোঁজ খবর নেন। পাশাপাশি হাসপাতালের আবাসিক ব্যবস্থাপনা ও চিকিৎসা সেবার মান বিষয়ে খোঁজ খবর নেন।
এসময় রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাত মোহাম্মদ সায়েম, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ বাচ্চু মিয়া, সাবেক ছাত্রনেতা আরিফুল ইসলাম আরিফ, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ টিপু, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন সহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

