ইকবাল হােসনঃ
রাঙামাটিতে হামিদ স্মৃতি সংসদের জার্সি উন্মোচন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বনরুপার পৌর আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে হামিদ স্মৃতি সংসদের পৃষ্ঠপোষক মানিকছড়ি কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন চৌধুরী ইকবাল ও কোচ নিজাম উদ্দিনের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জার্সি উন্মোচন করেন পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী মো. সোলাইমান চৌধুরী।
এসময় ৭নং ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন, আসবাবপত্র সমিতির সভাপতি মো. মিজান, বিশিষ্ট ব্যবসায়ী জাহিদ চৌধুরী, মানিকছড়ি কাঠ ও জ্বালানী কাঠ ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মো. ইউসুফ, রসূলপুর সমাজ কমিটির সভাপতি মো. ইলিয়াস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা, সহ-সভাপতি ফোরকান আহম্মেদ নাফিস, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন টিপু, কলেজ প্রতিনিধি দীপংকর দে, জেলা ছাত্রলীগ নেতা ইমরোজ, পৌর ছাত্রলীগ নেতা এবিএম জুনায়েদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও খেলোয়াররা উপস্থিত ছিলেন।