নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটির নানিয়রচরে “সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প” এর আওতায় অসহায়, দুস্থ্য ও হতদরিদ্র পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছে নানিয়ারচর জোন (১০বীর)।
রোববার (৪ ফেব্রুয়ারী) সকালে নানিয়ারচর জোনের আওতাধীন কয়েকটি অসহায় পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন, নানিয়ারচর জোন অধিনায়ক লে. কর্ণেল এসএম রুবাইয়াত হুসাইন (পিএসসি)।
জোন সূত্রে জানা যায়, উপজেলার দিশানপাড়া এলাকার প্রদীপ কুমার চাকমার মেয়ের উন্নত চিকিৎসা (হার্টের অপারেশন), ইসলামপুর এলাকার সেলিনা বেগমের স্বামীর চিকিৎসা, বেতছড়ি পুরাতন পাড়া এলাকার যীশু চাকমার মায়ের চিকিৎসা ও মাস্টারপাড়া এলাকার রেনু বেগমের দোকান ঘর তৈরিতে এই আর্থিক সহায়তা প্রদান করে নানিয়ারচর জোন।
এবিষয়ে জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় এমন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে জনসাধারণের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে নানিয়ারচর জোন।