নিজস্ব প্রতিনিধিঃ
সুবিধাবঞ্চিত শিশুদের সংগঠন স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার সকালে স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ-১ ও ২ সহ সারাদেশে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের চারটি বিদ্যাপীঠের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের শান্তিনগর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা যুব লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজসেবক নূর মোহাম্মদ কাজল।
এসময় স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ-১ স্কুলের নতুন রুম উদ্বোধন করেন, রাঙামাটি জেলা মনিটর আজাদ সিদ্দিকি।
সংগঠনটির জেলা সভাপতি আহমেদ ইসতিয়াক এর সভাপতিত্বে ও সহ-সভাপতি আলাউদ্দিন-এর সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম আরজু।
অনুষ্ঠানে সংগঠনটির অর্থ সম্পাদক প্রমিতা চৌধুরী, সহ অর্থ সম্পাদক খোরশেদ আলম, সহপ্রচার সম্পাদক ফাহিম, কার্যকরী সদস্য প্রিয়াংকা অহনা, স্বেচ্ছাসেবীদের মধ্যে আসাদ খাঁ, উম্মে সালমা মেহজাবিন, তানিশা, সুলতান, শাহ পরান, তৌহিদুল, নওরিন, সাজেদা, রুপা, মোঃ আব্দুল্লাহ, স্কুলের শিক্ষিকা মোবারিকা ও শীরিন এবং অভিভাবক ও শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।