মেহেদী ইমামঃ
স্পোর্টস ক্লাবের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছে রাঙামাটি জেলা বিএনপি।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় রাঙামাটি চেম্বার অব কমার্স মিলনায়তনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু।
রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় নবগঠিত জেলা পরিষদ সদস্য ও সাবেক ফুটবলার বরুন বিকাশ দেওয়ান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, সহ-সভাপতি আব্দুল মান্নান, পৌর বিএনপি সভাপতি এসএম শফিউল আজম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও ডিএফএ সহ-সভাপতি মাহবুবুল বাসেত অপু, সদর থানা বিএনপির সভাপতি মুজিবুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্বাশত চাকমা রিংকু ও ক্রীড়া সম্পাদক দিল বাহাদুর রায়সহ জেলা ক্রীড়া সংস্থায় নিবন্ধিত ৪১টি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক প্রভাবে জেলা ক্রীড়া সংস্থাকে ধ্বংস করা হয়েছে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে চাই। এজন্য সকল স্পোর্টস ক্লাব গুলোকে এগিয়ে আসতে হবে। স্পোর্টস ক্লাব গুলোকে মাদকের বিরুদ্ধে ও এগিয়ে আসতে হবে।
এসময় সকল স্পোর্টস ক্লাবের সদস্যদের সাথে নিয়ে শান্তি ও সম্প্রীতি র্যালীতে অংশগ্রহনের ও আহ্বান জানায় জেলা বিএনপি।