লংগদু প্রতিনিধিঃ
বাংলাদেশ সেনাবাহিনী ও ইবনে সিনা ট্রাষ্টের যৌথ সহায়তায় লংগদু উপজেলার রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৬ নভেম্বর) সকালে বিদ্যালয়ের বাউন্ডারি নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন, লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া (পিএসসি)।
এসময় ইবনে সিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের কো-অর্ডিনেটর মো. সাইফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী শামসুল আলম, রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল কবির সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে জোন অধিনায়ক বিদ্যালয়ের বিভিন্ন ক্লাস রুম পরিদর্শন করেন।