ইদ্রিসুর রহমানঃ
বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগষ্ট) সকালে নানিয়ারচর উপজেলার বুড়িঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ড ইসলামপুর এলাকার অসহায় এক দরিদ্র নারীকে বসতঘর তৈরির জন্য আর্থিক সহায়তা ও ঢেউটিন প্রদান করেন, নানিয়ারচর জোন (১৭ ইষ্ট বেঙ্গল) কমান্ডার লে. কর্নেল মশিউর রহমান, পিএসসি।
নানিয়ারচর জোন সূত্রে জানা যায়, স্থানীয় পারুল বেগম কে ৩বান ঢেউটিন ও নগদ ৫হাজার টাকা প্রদান করা হয়েছে৷ নানিয়ারচর জোন স্থানীয়দের যে কোন মানবিক সহায়তা প্রদান করবে।
ঢেউটিন ও নগদ অর্থ বিতরণকালে উপ অধিনায়ক মেজর শেখ মো. নাঈম ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শহিদুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।