নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে রাঙামাটির নানিয়ারচরে ঈদ উপহার (খাদ্য সামগ্রী) পেলো ২০০টি পরিবার। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এই ঈদ সামগ্রী বিতরণ করে নানিয়ারচর জোন (১০বীর)।
বৃহস্পতিবার সকালে নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয়ে অসহায় ও অসচ্ছল পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন, নানিয়ারচর জোন অধিনায়ক লে. কর্ণেল তামজিদুর রহমান চৌধুরী (পিএসসি)।
এসময় নানিয়ারচর জোনের ভারপ্রাপ্ত উপ অধিনায়ক ক্যাপ্টেন আসিফুর রহমান সহ সেনা কর্মকর্তা, সেনা সদস্য ও ভুক্তোভুগীরা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয়ে ৭৫টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। পাশাপাশি এলাকার দুস্থ, অসহায় ও হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ করে নানিয়ারচর জোন। এছাড়াও উপজেলার বগাছড়ি, বুড়িঘাট, ঘিলাছড়ি ও কুতুকছড়ি এলাকার ১২৫টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

সূত্রটি আরো জানায়, বছরজুড়ে প্রতি সপ্তাহে ১দিন করে উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় ছাত্রদের মাঝে খাবার বিতরণ করে নানিয়ারচর জোন। এদিকে নানিয়ারচর জোনের এমন মানবিক কর্মকান্ডের ভুয়সী প্রসংশা করেছে স্থানীয়রা।
এবিষয়ে নানিয়ারচর জোন অধিনায়ক জানান, স্থানীয়দের জন্য নানিয়ারচর জোনের এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে। সকল জাতি ধর্ম ও বর্ণ নির্বিশেষে স্থানীয় জনসাধারণের জীবন যাত্রার মান উন্নয়নে এবং উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা করে যাবে নানিয়ারচর জোন।