নিজস্ব প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড় রিমালের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শেষে নিজ কার্যালয়ে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ইসলামিক ফাউন্ডেশন রাঙামাটির উপ-পরিচালক মো. আশরাফুজ্জামান।
বুধবার (২৯ মে) বিকেলে শহরের শরীয়তপুর দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসা পরিদর্শন শেষে ফেরার সময় বীর মুক্তিযোদ্ধা মুজাফফর সেতু সংলগ্ন এলাকায় মোটর সাইকেল দূর্ঘটনার স্বীকার হন তিনি।
এসময় তার সফরসঙ্গী ছিলেন, ফাউন্ডেশন এর মাষ্টার ট্রেইনার হাফেজ মো. বখতেয়ার।
তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় তাকে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে উপ-পরিচালক কে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণের সুপারিশ করেন।
এঘটনায় সকলের নিকট দোয়া চেয়েছেন নবাগত এই উপপরিচালক। উন্নত চিকিৎসার জন্য শুক্রবার ঢাকা যাবার কথাও জানিয়েছেন তিনি।
উপ-পরিচালকের উন্নত চিকিৎসার জন্য জুমার নামাজে মসজিদে মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনার কথাও জানান ইমাম মুয়াজ্জিন কল্যান ট্রাষ্টের জেলা সভাপতি কারী ওসমান গণি চৌধুরী।