নিজস্ব প্রতিনিধিঃ
বৃহস্পতিবার রাঙামাটির পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ শাহ ইমরানের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন, রাঙামাটি পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন।
সভায় শান্তিপূর্ণভাবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও গোয়েন্দা কার্যক্রম জোরদারকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন নবাগত পুলিশ সুপার।
এসময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন তিনি। বক্তব্যে সুষ্ঠুভাবে শারদীয় দুর্গা উৎসব উদযাপনের লক্ষে পুলিশের কড়া নজরদারী থাকবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. জাহেদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু ও অতিরিক্ত পুলিশ সুপার, কাপ্তাই সার্কেল মুঃ সাইফুল ইসলাম প্রমূখ।