মেহেদী ইমামঃ
রাঙামাটির সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
শনিবার (২৪ আগস্ট) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সমাজের প্রতিনিধিদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় যুগ্ম সচিব কনকন চাকমা, জেলা প্রশাসক মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, রাঙামাটি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বাঞ্চিতা চাকমা, জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপন দেওয়ানসহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে বক্তারা পাহাড়ের শিক্ষা, চিকিৎসা, পানিপথে উন্নত নৌ এম্বুলেন্স, কলেজ ও ইউনিভার্সিটি পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যোগ্য অধ্যক্ষ এবং উপাচার্য নিয়োগ, বাজার ফা-ের ভুমি ব্যবস্থাপনা, পর্যটন খাতে উদ্যোক্তা সৃষ্টিসহ পার্বত্যাঞ্চলের নানামূখি সমস্যার কথা তুলে ধরেন।
বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, সরকারের প্রধান উপদেষ্টার সাথে পার্বত্যাঞ্চলের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিরা কিভাবে সাক্ষাৎ করবে সে বিষয়ে আলোচনা হয়েছে। সকলের মতামতের ভিত্তিতে তিন পার্বত্য জেলা পরিষদ গঠনের বিষয়েও প্রস্তাবণা রয়েছে। এবিষয়ে আমরা সকলের সাথে আরো বিস্তারিত কথা বলবো। আপনাদের যে চাওয়া গুলো রয়েছে সেগুলো খুবই প্রয়োজন। নির্বাচনের পূর্বেই জেলা পরিষদ গঠন করার আশ্বাস দেন তিনি।
শিক্ষা প্রতিষ্ঠানে হোস্টেল নির্মাণ না করে বিভিন্ন ধর্ম প্রতিষ্ঠানের পাশে হোস্টেল নিমার্ণের কথা জানান সাবেক এই রাষ্ট্রদূত। এতে করে শিক্ষার গুনগত মান বাড়বে বলেও মন্তব্য করেন তিনি।