নিজস্ব প্রতিনিধিঃ
সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় এতিম, গরিব পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শহিদুল ইসলামের দিকনির্দেশনায় নানিয়ারচর উপজেলার ২নং সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি বাড়িতে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে অতিথি হিসেবে উপস্থিত থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন, এডভোকেট মো. মাসুম।
এসময় সাবেক ভিডিপি প্লাটুন কমান্ডার মো. আলী, উপজেলা প্রেস ক্লাব সভাপতি মেহেদী ইমাম, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের সদস্য রওশন আরা বেগম ও তাসমিয়া মুমু এশা সহ সুবিধাভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
ঈদ সামগ্রী হিসেবে এলাকার ২০টি অসহায় পরিবারকে সেমাই, চিনি, নুডুলস, দুধ, তৈল, পেয়াজ সহ ঈদ উপহার (খাদ্য সামগ্রী) ও শুকনা খাবার বিতরণ করা হয়৷