নিজস্ব প্রতিনিধিঃ
সার্বজনীন পেনশন প্রজ্ঞাপন বাতিল, অভিন্ন আপগ্রেডেশন নীতিমালা প্রতিহত ও নবম পে-স্কেল প্রদানের দাবিতে মানববন্ধন করেছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি’র) কর্মচারীরা।
রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে প্রায় ৯০ জন কর্মচারীর অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় প্লাকার্ড ও ফেস্টুনে বৈষম্যের নানা তথ্য তুলে ধরে তারা পেনশন নীতিমালার নানা অসংগতির কথা তুলে ধরেন।
এতে রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির সাবেক সাধারণ সম্পাদক ইমাম হোসেন ভূইয়া (তুহিন), সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বর্ণা চাকমা, সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম (রনি), যুগ্ম- সাধারণ সম্পাদক মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক এনভিল চাকমা সহ কার্যকরী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
মাববন্ধন শেষে প্রতিবাদ র্যালী নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করা হয়।
প্রসঙ্গত, গত ১৩ মার্চ, ২০২৪ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয় কতৃর্ক জারিকৃত প্রজ্ঞাপনে জানানো হয়, যে সকল শিক্ষক/কর্মকর্তা/কর্মচারী ১জুলাই, ২০২৪ তারিখের পর যোগদান করবেন তাদের জন্য সার্বজনীন পেনশন স্কিমের “প্রত্যয় স্কিম” বাধ্যতামূলক করা হয়েছে। তাদের ক্ষেত্রে উক্ত প্রতিষ্ঠান বা সংস্থার জন্য বিদ্যমান অবসর সুবিধা সংক্রান্ত বিধি-বিধান প্রযোজ্য হবে না।