নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত নতুন বাংলাদেশ বিনির্মানে ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে রাঙামাটির রিজার্ভ বাজারে দূরদূরান্ত থেকে আগত পাহাড়ি বাঙ্গালিদের মাঝে লিফলেট বিতরণ করেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সহ-সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান।
শনিবার (২৩ আগষ্ট) সকালে রিজার্ভ বাজার সিএনজি স্টেশন, কাঁচাবাজার, চেঙ্গি মুখ ও লঞ্চঘাটসহ আশপাশের এলাকায় পাহাড়ের দূর দূরান্ত থেকে সাপ্তাহিক হাটে আসা পাহাড়ি বাঙালিদের মাঝে নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করেন তিনি।
এসময় জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক পৌর মেয়র সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সহ-সভাপতি জহির আহমেদ সওদাগর, উপদেষ্টা রফিক আহমেদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা বিএনপির কোষাধ্যক্ষ জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক আহমেদ ফজলুর রশীদ সেলিম ও আকবর আলী, মৎস্য বিষয়ক সম্পাদক নুরুল আলম বাচা, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক বাচ্চু মিয়া, জেলা শ্রমিকদলের সভাপতি মমতাজ মিয়া, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক সালেহা আক্তার, সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন, ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাছির, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম, বিএনপি নেতা শফি, পৌর শ্রমিকদলের সভাপতি ইদ্রিস মিয়া, জেলা যুবদলের সহ-সভাপতি শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেন, সদস্য সেলিম, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক খোরশেদুল আলম, রাহুল চাকমা, নূর নবী ও বিনয় চাকমা, সদস্য মান্নান, সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আল আমিন, পৌর ছাত্রদলের সদস্য সচিব আব্দুস শাকুর জাবেদ, রাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক নাসির উদ্দীন অর্নব, পাবলিক কলেজ ছাত্রদলের সভাপতি তানিমসহ বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণ শেষে সিএনজি স্টেশনে গিয়ে পথসভায় অ্যাডভোকেট দীপেন দেওয়ান বলেন, ৩১দফা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী বাংলাদেশের ভবিষ্যতে নির্মিত হবে। এই বাংলাদেশ নির্মাণ করা হবে তরুণদের নেতৃত্বে। পার্বত্য অঞ্চলের সকল সমস্যা সমাধানে কাজ করবে তারেক রহমান।