নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি ট্রাক, মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের মৃত্যুুবরণকারী সদস্যদের পরিবারের মাঝে তহবিলের সাড়ে ৩লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে ট্রাক টার্মিনাল প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ও সাবেক যুগ্ম জেলা জজ দীপেন দেওয়ান।
সংগঠনটির সভাপতি এটিএম হাসমত উল্লাহ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চানায় এতে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক ওয়াজি উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, উপজেলা বিএনপি সভাপতি মো. মুজিবুল হক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাদাৎ মোহাম্মদ সায়েম, জেলা শ্রমিকদল সভাপতি মো. মমতাজ মিয়া, রাঙামাটি চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির সভাপতি মো. জাহিদ চৌধুরী ও রাঙামাটি অটোরিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু।
এসময় বিভিন্ন শ্রমিক ইউনিয়নের নেতৃবন্দের পাশাপাশি সাধারণ শ্রমিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্বৈরচারী সরকারের আমলে হাসিনার দোসররা ট্রাক, মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়ন ধ্বংস করে দিয়েছিলো। গত ২বছর যাবৎ মৃত্যুবরণকারী পরিবারের সদস্যরা মৃত্যু ফান্ডের টাকা পায়নি। সারাদেশে লুটপাট করেছে আওয়ামী স্বৈরাচারীরা।
অনুষ্ঠানে বিগত সময়ে ৭জন মৃত্যুবরণকারী পরিবারের সদস্যদের মাঝে ৫০হাজার টাকা হারে মৃত্যু তহবিলের ৩লক্ষ ৫০হাজার টাকা বিতরণ করা হয়।
বক্তব্যে মৃত্যুবরণকারী পরিবারের সদস্যরা বলেন, আমরা এই মৃত্যু ফান্ডের টাকা পেতে সমিতির দ্বারে দ্বারে ঘুরেছি। বিগত কমিটি আমাদের কে টাকা না দিয়ে কালক্ষেপন করেছে। বর্তমান কমিটির উদ্যোগে আমরা আমাদের অভিভাবকের মৃত্যু ফান্ডের টাকা পেলাম।