নিজস্ব প্রতিনিধিঃ
দেশের ইতিহাসে ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে ফেনী, কুমিল্লা, লক্ষীপুর এবং নোয়াখালী জেলার মানুষ। বিশেষ করে ফেনী জেলায় এমন কোন পরিবার নেই যারা এই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়নি। সারা দেশের মানুষ যে যেভাবে পেরেছে সহায্যের হাত বাড়িয়েছে। এবার তাঁদের জন্য উপহার পাঠালেন পাহাড়ের মানুষ।
বুধবার (২৮ আগস্ট) ফেনী, কুমিল্লা, নোয়াখালীর বিভিন্ন উপজেলায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে এই উপহার সামগ্রী বিতরণ করেন, সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম নেজামী।
খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার সাজেক ইউনিয়নের বাঘাইহাট বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার আলোচনায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের বিষয়টি উঠে আসলে মসজিদের মুসল্লীগন নিজ উদ্যোগে ফান্ড সংগ্রহ করে। সংগ্রহ করা অর্থ দিয়ে ফেনী জেলার পরশুরাম ও সোনাগাজী, কুমিল্লা জেলার বুড়িচং এবং নোয়াখালী জেলার সোনাইমুড়ী ও সেনবাগ উপজেলায় এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জানতে চাইলে হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম বলেন, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁদের আবস্থা কাছ থেকে না দেখলে কাউকে বুঝানো সম্ভব নয়। কেউ দূর থেকে এই কষ্ট অনুভব করতে পারবে না। মানুষের হাহাকার আহাজারি দেখলে মনে হয় এ যেন এক ধ্বংশের নগরী। এই ক্ষতি আমাদের পুষিয়ে দেওয়া সম্ভব নয়। তবে সামান্য উপহার দেওয়া যেতে পারে। যাতে তাঁরা কয়েকদিন ভালো থাকতে পারে।
এবিষয়ে বাঘাইহাট বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী সাজেক ইউনিয়ন বিএনপি‘র সভাপতি মো. আনোয়ার বলেন, দেশের এই দুঃসময়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হচ্ছে। সকলে স্বতঃস্ফূর্তভাবে এমন মানবিক কাজে অংশগ্রহণ করার জন্য বাঘাইহাট বাজার মসজিদের মুসল্লীদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।