মো. মহিউদ্দিনঃ
রাঙ্গামাটি জেলা বিএনপি বাঘাইছড়ির সাজেকে সাংগঠনিক সফর উপলক্ষে সাজেক ইউনিয়ন বিএনপির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ জুলাই) দুপুরে বাঘাইহাট বাজার প্রাঙ্গণে এই সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সাজেক ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু। এতে প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশিদ মামুন।
এসময় জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, জেলা সাংগঠনিক সম্পাদক শাইফুল ইসলাম সাকিল, উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী সহ জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা এসময় অতিদ্রুত নির্বাচনের দাবী জানিয়ে বলেন, ফেব্রুয়ারীর মধ্য নির্বাচন না দিলে পার্বত্য চট্টগ্রামে সাধারণ জনগনকে সাথে নিয়ে কঠোর আন্দোলনে রাস্তায় নামা হবে।