নিজস্ব প্রতিনিধিঃ
সাংবাদিকতা একটি মহৎ পেশা। এই পেশার মাধ্যমে সমাজের নানা দিক তুলে ধরা যায়। আপনারা আপনাদের লেখনীর মাধ্যমে পাহাড়ের সম্ভাবনাসমূহ তুলে ধরবেন। কৃষি, সড়ক যোগাযোগ, শিল্প প্রতিষ্ঠান ও পর্যটন শিল্পসহ অনেক সম্ভাবনার বিভিন্ন দিক রয়েছে। যার মাধ্যমে পাহাড়ে ব্যাপক উন্নয়ন সাধিত হবে। পার্বত্য চট্টগ্রামে সাংবাদিকতার পথিকৃৎ দৈনিক গিরিদর্পন ও সাপ্তাহিক বনভূমির সম্পাদক পাহাড়ের চারণ সাংবাদিক আলহাজ্ব একেএম মকছুদ আহমেদের সাংবাদিকতায় ৫৫বছর পূর্তি উদযাপন উপলক্ষে রাঙামাটি প্রেস ক্লাবের আয়োজনে সুধী সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন, রাঙামাটির জেলা প্রশাসক মোশারফ হোসেন।
শনিবার (১৬ নভেম্বর) সকালে রাঙামাটি প্রেস ক্লাবের হল রুমে অনুষ্ঠিত সুধী সংলাপ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার আল হকের সঞ্চালনায় এসময় পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, সদর জোন কমান্ডার লে. কর্নেল এরশাদ হোসেন (পিএসসি), সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, প্রেস ক্লাব সাবেক সভাপতি প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে সহ জেলার বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং জেলার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, যে কোনো পেশায় নির্দিষ্ট একটা বিষয়ে জানা থাকলে কাজ করা যায়। কিন্তু সাংবাদিকতা করতে গেলে অনেক বিষয়ে জানতে হয়। মকছুদ আহমেদ দীর্ঘ ৫৫বছর ধরে পাহাড়ের বিভিন্ন বিষয়ে লেখালেখি করে আসছেন। তার লেখনীর মাধ্যমে পাহাড়ের অনেক সমস্যা ফুটে উঠেছে এবং তার সমাধান ও হয়েছে। এসময় সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় পাহাড়ের এই চারণ সাংবাদিক কে ২১শে পদক প্রদানে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।