নিজস্ব প্রতিনিধিঃ
সাংগঠনিক কার্যক্রম সুসংহত রাখতে রাঙামাটির নানিয়ারচর উপজেলা প্রেস ক্লাবে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব প্রাপ্ত হয়েছেন মো. মেহেরাজ হোসেন ও দপ্তর সম্পাদক হয়েছেন মো. ওমর ফারুক।
দৈনিক যায়যায়দিন, দৈনিক আমার সংবাদ ও দৈনিক পূর্বকোণ পত্রিকার নানিয়ারচর উপজেলা প্রতিনিধি নাজমুল হোসেন রনিকে প্রেস ক্লাব থেকে বহিষ্কার করা হয়েছে।
দায়িত্বে থাকাকালীন তিনি প্রেস ক্লাবের নাম ভাঙিয়ে নিয়ম বহির্ভূত ও অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে তাকে প্রেসক্লাব হতে নোটিশ প্রদান করা হয়। এতে তিনি দীর্ঘদিন পরে দায়সারা গোছের জবাব প্রদান করলেও তাতে প্রকারান্তরে তিনি তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করে নেয় তিনি।
এছাড়া তিনি ফেসবুকে অপতথ্য ছড়িয়ে দেয়ায় প্রেসক্লাবের সকল সদস্যের মতামতের ভিত্তিতে তাকে বহিষ্কার করে দৈনিক পার্বত্য চট্টগ্রাম প্রতিনিধি মো. মেহেরাজ হোসেন কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ক্লাবের দপ্তর সম্পাদক তুফান চাকমা এলাকায় অনুপস্থিত থাকায় সাংগঠনিক কার্যক্রম সুসংহত রাখতে তার দায়িত্ব সাময়িকভাবে স্থগিত করে দৈনিক আমার দেশ পত্রিকার নানিয়ারচর প্রতিনিধি মো. ওমর ফারুক কে দপ্তর সম্পাদক এর দায়িত্ব প্রদান করা হয়।
এছাড়াও ক্লাবের সদস্য মো. আরিফুল ইসলাম প্রেস ক্লাব প্রতিষ্ঠার শুরু থেকেই প্রেসক্লাবের সকল কার্যক্রম থেকে দূরে থাকায় তাকে ক্লাব হতে অব্যাহতি দেওয়া হয়।
নানিয়ারচর প্রেস ক্লাবের সভাপতি মো. মেহেদী ইমাম স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।