মেহেদী ইমামঃ
নানিয়ারচরে সিভিল সোসাইটি অর্গানাইজেশন (সিএসও), কমিউনিটি বেইজ অর্গানাইজেশন (সিবিও), কমিউনিটি চেঞ্জ মেকার গ্রুপ (সিসিএম), সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৬ মে) দুপুরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা।
আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর আয়োজনে অধিকার, পরামর্শ এবং জাতি গঠন এবং রূপান্তরের জন্য সম্পৃক্ততার মাধ্যমে প্রান্তিক মানুষের সুযোগ বৃদ্ধির ক্ষমতা বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরেন অতিথিরা।
বক্তব্যে বিবি করিমুন্নেছা বলেন, জাতীয় নাগরিক সুবিধা ও অধিকার গ্রহণ করতে হলে আমাদের কে নাগরিক নিবন্ধন করতে হবে। সঠিক সময়ে জন্ম নিবন্ধন ও ভোটার আইডি কার্ড করতে হবে। নাহয় সরকার নাগরিক সেবা প্রদানে ব্যহত হয়। আমরা একটু সচেতন হলে সঠিকভাবে নাগরিক সেবা গ্রহন করতে পারি। জন্ম নিবন্ধন, ভোটার আইডি কার্ড, জমির খতিয়ান ও রেজিষ্ট্রেশন করতে দালাল না ধরে একটু করে সঠিক নিয়ম জেনে নিয়ে নিজের স্মার্ট ফোনের মাধ্যমে এসব করে নিতে পারি।
নানিয়ারচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ধীমান চাকমার সভাপতিত্বে ও দীধিতি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে নানিয়ারচর কৃষি কর্মকর্তা তপু আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস এর গ্রান্ড ম্যানেজার বাঞ্চা নিধি চাকমা, আশিকার এসিস্ট্যান্ট প্রকল্প অফিসার সুমেধ চাকমা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।