নিজস্ব প্রতিনিধিঃ
জেলা ছাত্রলীগের সম্মেলনের ১মাস পর রাঙামাটি জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করেছে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি। দীর্ঘ নয় বছর পর গত ২৯এপ্রিল রাঙামাটি জেলা কমিটির সম্মেলন অনুষ্ঠিত হয়।
শনিবার (২৯জুন) রাতে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক তালিকা প্রকাশ করা হয়। স্বাক্ষরিত এই কমিটিতে সভাপতি মো. রনি হোসেন ও সাধারণ সম্পাদক হিসেবে সোহাগ চাকমার নাম উল্লেখ করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ভেরিফাইড আইডিতে আগামী ১বছরের জন্য ছাত্রলীগের রাঙামাটি জেলা কমিটি অনুমোদনের বিষয়টি প্রকাশ পায়। এতে রাঙামাটি জেলা ছাত্রলীগের দীর্ঘ দিনের আশা নতুন কমিটি গঠন বিষয়টির অবসান ঘটে।
ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত নতুন এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে ৪০জন, যুগ্ম সম্পাদক পদে ১০জন ও সাংগঠনিক সম্পাদক হিসেবে ১০জনের নামসহ তিনটি পদের নামের তালিকা ঘোষণা করা হয়।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন, সহ-সভাপতি দীপঙ্কর দে, অভি মারমা, মঞ্জুরুল কবির ইমন, খালেদ সাইফুল্ল্যা রুবেল, হাসান মুরাদ, সোহেল চাকমা, তারেক হোসেন মাহিম, বেলাল খান, বনি মাহমুদ, তপন ত্রিপুরা, জাকির হোসাইন, একেএম ফজলুল হক সুজন, শাফিন মাহমুদ চৌধুরী প্রিয়, বিজয় বড়ুয়া শোভন, মোঃ আশরাফুল হক, আসিফ সালেহ বিন কামাল নোয়েল, মো. আব্দুল মোতালেব, ফাতেমা তুজ জোহরা রেশমী, ইউনুস মিয়া, নোবেল চাকমা, ইমাম হাসান, থুই মং চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী মাহিন, আরিফুল ইসলাম মানিক, এবিএস জোনায়েত, আজাদ আজিম রিমন, মান্না পাল, সাব্বির রহমান, মো. শাকিল মাহমুদ, সাদমান আহমেদ তামিম, অপু দেবনাথ, মংসুইক্য মারমা (মং), মোঃ পারভেজ, উজ্জ¦ল চাকমা, তাজুল ইসলাম রাজু, রুবেল ঘোষ, মিনহাজুর রহমান, মিঠু বড়–য়া, মোহাম্মদ রাকিবুর রহমান ও বকুল চাকমা।
যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সাইথোয়াই অং চৌধুরী (সুইথি চৌধুরী), আনোয়ার হোসেন কায়সার, সামশুল আলম, মোঃ সোহেল রানা, এন্টন চাকমা, আসাদুজ্জামান ইফাত, মুন্না দেব, প্রত্যয় চাকমা, মোঃ জুয়েল উদ্দিন ও শুভ চৌধুরী নির্বাচিত হন।
সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন নেছার উদ্দিন হৃদয়, বর্ষা চাকমা, তাসকিয়া রহমান, সুজয় চাকমা, আকিব মাহমুদ, মীর মোঃ মোসলেহ উদ্দিন ইমরুজ, অয়ন ত্রিপুরা শুভ, মোঃ নাজমুল হাসান বাপ্পু, মোঃ ইউসুফ হোসেন ও মধু মঙ্গল তঞ্চঙ্গ্যা।