নিজস্ব প্রতিনিধিঃ
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় নানিয়ারচর সেনা জোনের (১৭ ই বেংগল) উদ্যোগে অতিবৃষ্টিতে
ক্ষতিগ্রস্থ ও কাপ্তাই হ্রদে পানিবন্দি দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার (১৩ আগষ্ট) বেলা ১২টায় এলাকার ৪৫টি ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের সদস্যদের মাঝে এসব ত্রাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করেন, নানিয়ারচর জোন কমান্ডার লে. কর্ণেল মশিউর রহমান (পিএসসি)।
সুবিধাভোগীদের মাঝে এসময় চাউল, ডাল, তৈল, লবণ, চিড়া, গুড়, নুডুলস, মুড়ি, বিস্কুট এবং খাবার স্যালাইন সহ নগদ অর্থ বিতরণ করা হয়।
এবিষয়ে নানিয়ারচর জোন কমান্ডার বলেন, সেনাবাহিনী সবসময় দেশের ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে থাকে এবং ভবিষ্যতে এ কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এদিকে এমন জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয়রা সেনাবাহিনীর এই উদ্যোগের প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ত্রাণ সামগ্রী বিতরণকালে উপ অধিনায়ক মেজর শেখ মো. নাঈম, নানিয়ারচর জোনের সেনা অফিসার মেজর আসিফুর রহমান (পিএসসি), মেজর সায়েম আক্তার সৌধ ও সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ শহিদুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।