মেহেদী ইমামঃ
সারাদেশে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং নিরপেক্ষ নির্বাচনের দাবিতে কেন্দ্রীয় বিএনপির নির্দেশনানুসারে ২৪শে ফেব্রুয়ারী রাঙামাটিতে জনসভা সফল করতে শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৩শে ফেব্রুয়ারী) সন্ধ্যায় সংগঠনটির দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন।
অনুষ্ঠানে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম শাকিলের সঞ্চালনায় সহ-সভাপতি মো. বাবুল আলী, সহ-সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, ক্রীড়া সম্পাদক দীল বাহাদুর রায়, সদস্য ও তাতিঁদলের সাবেক সভাপতি আনোয়ার আজিম আজম, জেলা শ্রমিক দলের সভাপতি মনতাজ আহমেদ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন, ওলামা দল আহ্বায়ক মাওলানা ইব্রাহীম, সাবেক সভাপতি মাওলানা আবুল কাশেম, মহিলা দল সভাপতি নুরজাহান বেগম পারুল ও সাধারণ সম্পাদক সালেহা আক্তারসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন বলেন, দীর্ঘদিন পরে রাঙামাটিতে বিশাল সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। উপজেলা গুলো থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশে আসবে। অনেকেই ক্লান্ত হয়ে পড়তে পারেন। একটু সাবধানতার সাথে তাদেরকে সমাবেশে বসতে বলবেন। কারো সাথে কেউ কোন রকম রাগারাগি করবেন না।
তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে আপনারা সতর্কতার সাথে সেদিকটা লক্ষ্য রাখবেন।
শৃঙ্খলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির বলেন, শৃঙ্খলা কমিটিতে যারা দায়িত্ব পালন করবেন, মনে রাখতে হবে আপনাদেরকে জেলা নেতৃবৃন্দ যাচাই বাছাই করেই দায়িত্ব প্রদান করেছেন। আপনারা খুবই সাবধানে দায়িত্ব পালন করবেন। আপনারা দায়িত্বে অবহেলা করলে এটা হবে বিএনপির অবহেলা। সর্বোচ্চ দায়িত্ব নিয়ে সমাবেশ শেষ হওয়া পর্যন্ত নিজ নিজ জায়গায় থেকে কাজ করতেও আহ্বান জানান বিএনপির এই নেতা।
