নিজস্ব প্রতিনিধিঃ
পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন লংগদু উপজেলা শাখা’র প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) সকালে লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি হল রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক লংগদু উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন।
ভাসাইন্যা আদম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জহির উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, সম অধিকার আন্দোলনের রাঙামাটি জেলা উপদেষ্টা জাহাঙ্গীর কামাল, জেলা আহ্বায়ক মো. কামাল উদ্দিন, লংগদু উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. নাসির উদ্দিন, রাঙামাটি জেলা সম অধিকার আন্দোলনের সদস্য সচিব রাকিব হোসেন ও জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর উপ-কমিটির প্রধান মো. নুরুল আবছার।
এসময় অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন, জেলা যুগ্ম আহ্বায়ক ছগির আহমেদ, জেলা আহবায়ক কমিটির জাহিদ মোস্তফা, শাহীর উল হক, সম-অধিকার যুব আন্দোলনের সদস্য সচিব আব্দুল মান্নান প্রমূখ।
বগাচত্তর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় দূর দুরান্ত থেকে সম অধিকার আন্দোলনের বিভিন্ন ইউনিট কমিটির কয়েকশ নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে বসবাসরত
সকল সম্প্রদায়ের সাংবিধানিক সমঅধিকার
নিশ্চিত করতে হবে। একটা গোষ্ঠীর মানুষ শতকরা ৭০শতাংশ সুযোগ সুবিধা ভোগ করবে। বাকিরা দেশের শিক্ষা, চিকিৎসা, উন্নয়ন সহ সব রকম সুযোগ থেকে বঞ্চিত হবে এটা মেনে নেওয়া যায় না। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বছর পেরিয়ে গেলেও এখনও আমরা বৈষম্যের মধ্যে ডুবে আছি।