নিজস্ব প্রতিনিধিঃ
সনাতন যুব পরিষদের শারদ সংখ্যা সনাতন বার্তা পত্রিকার প্রকাশনা উৎসব ঘিরে শিক্ষার্ধীদের মাঝে শিক্ষা উপকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ অক্টোবর) বিকালে তবলছড়ি শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে প্রকাশনা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পৌরসভা মেয়র আকবর হোসেন চৌধুরী। অনুষ্ঠানে উদ্বোধন ঘোষণা করেন, চট্টগ্রাম রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সহ-সম্পাদক শ্রীমৎ স্বামী কৃপারূপানন্দজী মহারাজ।
এসময় সনাতন বার্তা পত্রিকার প্রকাশনা উৎসব উপলক্ষ্যে আনন্দঘন পরিবেশে বর্ণিল নৃত্য পরিচালনা করে সনাতন যুব পরিষদের সাংস্কৃতিক সম্পাদক নিপুণ রাজ ও তার দল। পরে সনাতন বার্তা পত্রিকার এবারের শারদ সংখ্যার মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
সনাতন যুব পরিষদের রাঙামাটি জেলা সভাপতি শ্রী অজিত শীলের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলা সভাপতি শ্রী অমলেন্দু হাওলাদার, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য শ্রী বিপুল ত্রিপুরা, শ্রীশ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক শ্রী অশীষ দাশগুপ্ত, পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর শ্রী পুলক দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম কতোয়ালী থানা শাখার সহ-সভাপতি শ্রী বিজয় চক্রবর্তী শাওন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ শ্রী শ্রী রক্ষাকালী মন্দির সভাপতি শ্রী অশীষ কুমার দে, জেলা সনাতন যুব পরিষদ সাধারণ সম্পাদক রাজু শীল, প্রাক্তন সভাপতি শ্রী পিল্টন দে, প্রাক্তন সহ-সভাপতি শ্রী অশীষ দাশগুপ্ত, প্রাক্তন সাধারণ সম্পাদক নন্দন দেবনাথ ও প্রাক্তন সাংগঠনিক সম্পাদক শ্রী জুয়েল দেসহ অন্যান্যরা উপস্তিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, নির্বাচন সামনে এলেই একটা বিচ্ছিন্নবাদী দল শারদীয় দূর্গাৎসব কে পন্ডু করতে কাজ করে। মুক্তিযুদ্ধে সনাতন ধর্মালম্বীদের ভূমিকা তুলনামূলক কম নয়। কিন্তু স্বাধীনতা পরবর্তী সময়ে সনাতন ধর্মালম্বীদের সংখ্যা তুলনামূলক হারে কমেছে। যা অসাম্প্রদায়িক বাংলাদেশ কে প্রশ্নবিদ্ধ করেছে। সহিংসতা রুখতে শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবীদের কে সচেতন থাকতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে আকবর হোসেন চৌধুরী বলেন, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাবত্যাঞ্চলে বিভিন্ন জাতি গোষ্ঠির জনগণের বসবাস। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খৃষ্টান মিলেমিশে বাস করি আমরা। সকল কে নিজ নিজ ধর্মের চর্চা করতে হবে। সকল কে নিজ নিজ ধর্মের চর্চা করলে একটা সময়ে দেখা যাবে অন্যায়, হিংসা, হানাহানি কমতে শুরু করেছে। আগামী নির্বাচন কে কেন্দ্র করে কেউ যেন কোন রকম সহিংসতা সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখবেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন সনাতন যুব পরিষদের রাঙামাটি জেলা শাখার নেতৃবৃন্দ।