॥ নিজস্ব প্রতিবেদক ॥
সনাতন যুব পরিষদ রাঙামাটি পৌর ও সদর উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক ও শপথ গ্রহণ।
শুক্রবার বিকেলে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী । এতে প্রধান ধর্মীয় বক্তা ছিলেন- ফরিদপুর শ্রীধাম শ্রীঅঙ্গনের সাধারণ সম্পাদক ড. শ্রীমৎ নিকুঞ্জ বন্ধু ব্রহ্মচারী মহারাজ।
সনাতন যুব পরিষদের সদর উপজেলা শাখার সভাপতি শিবু দাশের সভাপতিত্বে এবং পৌর শাখার সভাপতি মিশু মল্লিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের হাটহাজারী উপজেলার সভাপতি গোবিন্দ প্রসাদ মহাজন, সনাতন যুব পরিষদের জেলা শাখার প্রতিষ্ঠাতা আহ্বায়ক মিলন নন্দী নান্টু, প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক শ্যামল কাস্তি দে, সাবেক সভাপতি জগন্নাথ ভদ্র, সাবেক সাধারণ সম্পাদক লিটন দেব, সাবেক অর্থ সম্পাদক বটন ধর, জেলা শাখার সভাপতি অজীত শীল, সাধারণ সম্পাদক রাজু শীল।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির পৌর শাখার সাধারণ সম্পাদক ইভান পালিত। শুভেচ্ছা বক্তব্য রাখেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাকন দাশ। আলোচনা সভার পর সনাতন যুব পরিষদ রাঙামাটি জেলা শাখার সভাপতি অজিত শীল পৌর ও সদর উপজেলা শাখার নবগঠিত কার্যকরী কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান।