নিজস্ব প্রতিনিধিঃ
রাঙামাটি জেনারেল হাসপাতাল এলাকায় তাফহিজুল কোরআন ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসার উদ্বোদন ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উদ্বোধন ঘিরে মাদ্রাসা প্রাঙ্গণ থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি হাসপাতাল এলাকা ঘুরে কালিন্দিপুর ব্রীজ হয়ে মাদ্রাসায় এসে শেষ হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- জেলা পরিষদ সদস্য হাবীব আজম। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও শহিদুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহিন, টিপু সুলতান, পাবলিক হেলথ জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি মোঃ মামুনুর রশীদ, দারুস সালাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক মুফতি শামসুল আলম, জেনারেল হাসপাতাল জামে মসজিদের খতিব ও ইমাম মুফতি শিহাব উদ্দিন, শাহজালাল ইন্টারনেশনাল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ আব্দুল কাদের, হালিমাতুস সাদিয়া মহিলা মাদ্রাসার সভাপতি কামাল উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কোরআন তিলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষক মোঃ রিয়াজুল ইসলাম বাবু। পরে নার্সারীতে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।