নিজস্ব প্রতিনিধিঃ
পরিবেশের ভারসাম্য রক্ষায় রাঙ্গামাটি সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২ জুলাই) রাঙামাটির ফিসারী বাধ এলাকায় নির্মাণাধীন লেক ভিউ গার্ডেনে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে একটি কাঠগোলাপ ফুলের চারা রোপনের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করেন, চট্টগ্রাম সড়ক জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আতাউর রহমান।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে তিনি সড়ক ও জনপথ অধিদপ্তরের গার্ডেন নির্মাণের উদ্যোগটির প্রসংশা করেন এবং ভবিষ্যতে পরিচর্যা ও মেইনটেনেন্স এর ক্ষেত্রে পর্যাপ্ত লোকবল নিয়োজিত করার ক্ষেত্রে অর্থ বরাদ্ধ ও অন্যান্য সকল সাপোর্ট দিবেন বলে প্রতিশ্রতি ব্যক্ত করেন। এছাড়া তিনি সড়ক দূর্ঘটনা রোধে করণীয় বিষয়ক বিভিন্ন পরামর্শ ও দিক নির্দেশনা প্রদান করেন।
এসময় চট্টগ্রাম সড়ক সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ জাহেদ হোসেন ও নির্বাহী প্রকৌশলী মোঃ শাহে আরেফিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।