নিজস্ব প্রতিনিধিঃ
শ্রমিক নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে শ্রমিক লীগের নেতা রুহুল আমিন গং এর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙামাটি পার্বত্য জেলা ট্রাক, মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
রোববার (১১ই আগস্ট) বিকালে রাঙামাটি ট্রাক টার্মিনালে জেলা ট্রাক, মিনিট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি এটিএম হাসমত উল্লাহর সভাপতিত্বে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শিরাজুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মাঝে সাবেক সভাপতি আলী আসগর, শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি কামাল উদ্দিন, সাবেক শ্রমিক নেতা তৌহিদুল ইসলাম ও মো. সেলিম, ট্রাক চালক কল্যাণ সমিতির সহ-সাধারণ সম্পাদক কামাল হোসেনসহ অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, জেলা শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক রুহুল আমিন দীর্ঘ ৬বছর যাবৎ রাজনৈতিক প্রভাব খাটিয়ে শ্রমিকদের উপর অনেক অত্যাচার, জুলুম ও নির্যাতন করেছে। কাপ্তাই থেকে নামধারী শাখা কমিটি এনে চাঁদাবাজী, লুটপাট ও অর্থ আত্মসাৎ করেছে। অনেকদিন তার এই অত্যাচার সহ্য করেছি। আজ সমিতির মিটিং এ মৃত ৭জন শ্রমিকের মৃত্যু ফান্ডের টাকা চাইতে গেলে রুহুল আমিন এবং জেলা ছাত্রলীগের সহ সভাপতি (তার ছেলে) শাকিল ও তার সাঙ্গপাঙ্গরা মিলে সাধারণ সম্পাদক শিরাজুল ইসলাম এবং শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীদের উপর আক্রমন করে।
বক্তারা আরো বলেন, ছাত্র জনতার বিক্ষোভে দেশ এখন স্বৈরাচার মুক্ত হয়েছে। তাই আমরা কোন স্বৈরাচার নেতার জুলুম নির্যাতনের সাথে নেই।
সভাপতির বক্তব্যে হাসমত উল্লাহ বলেন, রুহুল আমিন এই ইউনিয়নের নির্বাচিত নেতা নয়। আমি সভাপতি নির্বাচিত হওয়ার পরেও শ্রমিক ইউনিয়নের স্বার্থে তার হাতে দায়িত্ব তুলে দিয়েছিলাম। কিন্তু সে ক্ষমতা দখল করে শ্রমিক ইউনিয়নের নাম ব্যবহার করে বিভিন্নভাবে সুবিধা নিয়েছে। ট্রাক, মিনিট্রাক ও পিকআপ শ্রমিকদের কথা সে ভাবেনি।
এর আগে ট্রাক টার্মিনাল থেকে রুহুল আমিনের বিরুদ্ধে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বায়তুশ শরফ, পুরাতন বাস স্টেশন ও দোয়েল চত্বর প্রদক্ষিণ করে পূনরায় ট্রাক টার্মিনাল এসে সমাবেশে মিলিত হয়।