নিজস্ব প্রতিনিধিঃ
শেরে বাংলা স্মৃতি পদক ২০২৫ পেলেন নানিয়ারচর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. কবির হোসেন।
মঙ্গলবার ঢাকা সেগুন বাগিচা কেন্দ্রীয় কঁচি-কাচার মেলা মিলনায়তনে সাংগঠনিক দক্ষতা ও সমাজ সেবায় অবদান রাখায় শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পদকে ভূষিত করা হয় তাকে।
জানা যায়, মো. কবির হোসেন রাজনৈতিক ভাবে দীর্ঘ ১৭বছর স্বৈরাচার সরকার এর নির্যাতন, জুলুম, কারাবাস গ্রহণ করেও সততা ও নিষ্ঠার সাথে রাজ পথে আন্দোলন এর মধ্যে দিয়ে দলকে সুসংঘটিত করে নেতৃত্ব দিয়েছেন এই নেতা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আহসান উল্লাহ।